হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

ফজলুল হক লন্ডন: সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভ্যানুতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে ‘হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়’-র ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে সুবর্ণ-জয়ন্তি অনুষ্ঠান।

শুরুতে বর্ণাঢ্য রেলি নিয়ে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী অনুষ্ঠান হলে প্রবেশের মধ্য দিয়ে সুবর্ণ- জয়ন্তির সূচনা করেন।

গ্রেটার কামাল বাজার ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের চেয়ারপারসন এমদাদুর রাহমান এমদাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বখতিয়ার খান ও জয়েন্ট ট্রেজারার শাহেদ মিয়ার পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসিসটেন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন খান।

সভাপতির সূচনা বক্তব্যের পর সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মিসেস রহিমা রহমান কাউন্সিলার চেয়ার লন্ডন বারা অফ নিউহ্যাম, শাহগির বখত ফারুক সাবেক প্রেসিডেন্ট বিবিসিসিআই, মুজিবুর রহমান কাউন্সিলার লন্ডন বারা অফ নিউহ্যাম, বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব লোকমান হুসেন, মকসুদ রহমান, মিসবাউর রহমান, মজনু মিয়া ও শাহিন মোস্তফা সহ হাসনাত চৌধুরী রুমেল, নুরজাহান মতিন, আম্বিয়া খানম, আমিনা আলী ও ইমরানা রহমান প্রমুখ।

জমকালো অনুষ্ঠানটির এক পর্যায়ে প্রিয় বিদ্যাপীঠ ও বৃহত্তর কামাল বাজার এলাকার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্টের সংক্ষিপ্ত ইতিহাস ও উদ্দেশ্য তুলে ধরে হয়।

উল্লেখ্য, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দানবীর ড. রাগীব আলী। সুবর্ণজয়ন্তীতে এসে প্রায় ৪৫ বছর পর সহপাঠীদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী নুরজাহান মতিন, আব্দুল হান্নান ও আতিকুল ইসলাম সিরাজ।

Latest News

Scroll to Top