হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি

অদ্য ২রা জুলাই ইস্ট লন্ডনের এক রেস্টুরেন্টে “লন্ডনে আগামি সেপ্টেম্বর মাসের ২ তারিখ হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন“ এর নিমিত্তে বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও অনুস্টান সফল করা লক্ষ্যে সংগঠনের এক জরুরী সভা অনুষ্টিত হয়। সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদুর রহমান এমদাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বখতিয়ার খাঁন এর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন জনাব আব্দুল আহাদ, সহ সাধারন সম্পাদক জনাব কুতুব উদ্দিন খাঁন , নির্বাহি সদস্য জনাব হারুন-উর-রশিদ ও জনাব পারভেজ আহমেদ এবং লুৎফুর রহমান পাবেল।
সভায় ইউকে অবস্থানরত হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আগামি ১৫ জুলাই এর মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার ও অনুস্টানকে সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি উদাত্ত্ব আহ্বান জানানো হয় ।ইউকে প্রবাসি স্কুলের সকলছাত্র-ছাত্রীদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য সবাই মিলেমিশে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। আগামি ৩০ শে জুলাই পরবর্তি সভার তারিখ নির্ধারিত হয়।
বিজ্ঞপ্তি-

Latest News

Scroll to Top