লন্ডনে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন – দেশ রূপান্তর অনলাইন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে পূর্ব লন্ডনের ওয়েস্টহামের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু। গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে অনুষ্ঠানটি আয়োজন করে।

টেমস থেকে বাসীয়া স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা প্রবেশ করেন হলরুমে। পবিত্র কোরআন থেকে সুরা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। পরে সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিকড়ের টানে—ফিরে দেখা ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমদাদুর রাহমান এমদাদ, লোকমান হোসেন, মিসেস রহিমা রহমান, আব্দুল হান্নান, আব্দুল বাচিত চৌধুরী, আব্দুল আহাদ, বখতিয়ার খান, পারভেজ আহমেদ, মো. হাফিজুর রাহমান, কুতুব উদ্দিন খান, লুৎফুর রাহমান পাবেল ও খসরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রিয় বিদ্যাপীঠ ও বৃহত্তর কামাল বাজার এলাকার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর গ্রেটার কামাল বাজার ডেভলাপমেন্ট ট্রাস্ট এর সংক্ষিপ্ত ইতিহাস, পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরা হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা, আপ্যায়ন, উপহার বিতরণ এবং মনোমোগ্ধকর স্টেজ— শো ছিল ছোখে পড়ার মতো। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দানবীর ড. রাগীব আলী।

Latest News

Scroll to Top