লন্ডনে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে মিলনমেলা – ডেইলি বাংলাদেশ

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে পূর্ব লন্ডনের ওয়েস্টহামের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু।

গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে অনুষ্ঠানটি আয়োজন করে।

‘টেমস থেকে বাসীয়া’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা প্রবেশ করেন হলরুমে। পবিত্র কোরআন থেকে সুরা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। পরে সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিকড়ের টানে—ফিরে দেখা ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমদাদুর রাহমান এমদাদ, লোকমান হোসেন, মিসেস রহিমা রহমান, আব্দুল হান্নান, আব্দুল বাচিত চৌধুরী, আব্দুল আহাদ, বখতিয়ার খান, পারভেজ আহমেদ, মো. হাফিজুর রাহমান, কুতুব উদ্দিন খান, লুৎফুর রাহমান পাবেল ও খসরুল ইসলাম।

অনুষ্ঠান শুরু করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাবেক শিক্ষার্থী এমদাদুর রাহমান এমদাদ। তিনি বলেন, আমি সত্যি আনন্দিত, আমাদের এই প্রিয় বিদ্যালয়ের প্র্যাক্তন শিক্ষার্থীরা লন্ডনের মতো ব্যস্ত শহরে কাজ কর্ম ফেলে জড়ো হয়েছেন শুধু বিদ্যালয়কে সম্মান জানাতে, এটা গর্বের। আমরা আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী পালন করছি এজন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ।

সাবেক শিক্ষার্থী রাজনীতিবীদ আলী আহমেদ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা আজ লন্ডনে বিদ্যালয়কে সম্মান জানাচ্ছি এটা আমাকে মুগ্ধ করেছে। এ অনুভূতি অন্যরকম ভালোলাগা, আজ আমরা অতীতে ফিরে গেছি।

অনুষ্ঠানে প্রিয় বিদ্যাপীঠ ও বৃহত্তর কামাল বাজার এলাকার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্টের সংক্ষিপ্ত ইতিহাস, পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে আলোচনা, আপ্যায়ন, উপহার বিতরণ এবং মনোমোগ্ধকর স্টেজ-শো ছিল ছোখে পড়ার মতো।

উল্লেখ্য, সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দানবীর ড. রাগীব আলী।

ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই

Latest News

Scroll to Top