দুর্যোগে, দুর্দিনে, মানবকল্যানে প্রবাসীদের ভৃমিকা অনস্বীকার্য-

দুর্যোগে, দুর্দিনে, মানবকল্যানে প্রবাসীদের ভৃমিকা অনস্বীকার্য-
গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ঊদ্যোগে কামাল বাজার গুপ্তর গাও নিবাসী অসুস্থ লায়েক আহমদকে আথিক অনুদান ২ লক্ষ আঠাশি হাজার টাকা অনুদান প্রদান করে এক বিশেষ ভৃমিকা রেখেছে।
অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার স্পোর্টস একাডেমীর সভাপতি জনাব সামছুল হক,সহ সভাপতি মোঃ মাসুক আহমদ, সাধারণ সম্পাদক জনাব মকব্বির আলী,যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ আজম আলী, অর্থ সম্পাদক জনাব মোঃ আবদুল রকিব, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাসুক আহমদ, ক্রীড়া সম্পাদক জনাব মোঃ এনামুল হক মাক্কু দফতর সম্পাদক মোঃ আনোয়ার হোসেনও নিবাহী সদস্য আঃ রব,৮ নং ওয়ার্ড এর মেম্বার জনাব মোঃ আনোয়ার হোসেন , রাজনীতিবিদ আবুল হোসেন, ফারুক আহমদ মেম্বার, সমাজসেবী ফয়জুল হক ও টিটন আহমদ,গিয়াস উদদীন ,দিলওয়ার হোসেন ও মাসুদ আলম সহ আরো অনেকে।
এ দান সুসংগঠিত করতে বিশেষ ভূমিকা পালন করেছেন সেক্রেটারি বখতিয়ার খাঁন, ট্রাস্টি সদস্য দিলওয়ার হোসেন পারভেজ, শাহ আলম হুবেব এর ঐকান্তিক প্রচেস্টায় ও সকল সদস্যের আর্থিক সহযোগিতায় আজ মানবতার কল্যাণে এই সফলতা।
আরও অনেকেই সহযোগিতার হাত প্রসারিত করেছেন সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তালা আপনাদের দান মন্জুর করুন আরো বেশি বেশি করে দান করার তাওফিক দান করুন এবং সংগঠনকে মানবতার কল্যানে কাজ করার তাওফিক দান করুন।
আমিন।

https://www.facebook.com/share/v/k5xXmvz8HgzEqoXj/

 

Latest News

Scroll to Top