গোল্ডেন জুবিলী উদযাপন

২রা সেপ্টেম্বর ল্ন্ডনে হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের গোল্ডেন জুবিলী উদযাপন উপলক্ষে
গত ৩০ শে জুলাই ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে
এক সভা অনুস্টিত হয়।
চেয়ারপারসন জনাব এমদাদুর রহমান এমদাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব বখতিয়ার খাঁনের পরিচালনায় অনুস্টিত সভায় অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক বিস্তারিত আলোচনা হয় ।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন খাঁন, নির্বাহি সদস্য পারভেজ আহমেদ, সদস্য হাফিজুর রহমান ও লুৎফুর রহমান পাবেল।
সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে ও সকলের সম্মিলিত অংশগ্রহণে কিভাবে সুন্দর ও সফলভাবে ২রা সেপ্টেম্বর সোমবার অনুস্টানটি উপভোগ করা যায় সে লক্ষে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় কিভাবে স্কুলের ৫০ বর্ষ অনুস্টানকে স্মরনীয় ও বরনীয় করে তুলা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা আরো গতিময় করার সিদ্ধান্ত হয় ।
বৃহত্তর কামাল বাজার এলাকা সহ অনেক দূর দূরান্ত থেকেও অনেকে এই স্কুলে লেখাপড়া করেছেন বিগত ৫০ এর অধিক বছর ধরে। তাই ইউকে প্রবাসি সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান আপনাদের সকলের সতঃস্ফুর্ত অংশগ্রহণই হবে সূবর্ণ-জয়ন্তি’র স্বার্থকথা।
আসুন সবাই মিলে সেপ্টেম্বর এর ২ তারিখ সোমবার লন্ডনে প্রাণপ্রিয় বিদ্যালয়ের ৫০ বর্ষ পূর্তি উৎযাপন করি।
ইস্ট লন্ডনের ওয়েস্টামের “ ইম্প্রেশন ইভেন্টস ভেন্যূ”তে ( IMPRESSION EVENTS VENUE, Milner Road, LONDON) সকাল ১১ থেকে বিকেল ৫ ঘঠিকা পর্যন্ত সারাদিন এ অনুস্টান চলবে।

Latest News

Scroll to Top