gkbdtuk

আসসালামু’আলাইকুম | প্রিয় সুধী,

আশাকরি আপনারা সবাই ভাল আছেন।
গতকল্য হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের সুবর্ন-জয়ন্তি অনুস্টানে আপনারা অনেক দূর-দূরান্ত থেকে কস্ট করে অনুস্টানে উপস্থিত হয়ে সূবর্ণ-জয়ন্তি সফল ও স্বার্থক করে তুলার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। হয়ত অনেক ভূল-ভ্রান্তি থাকতে পারে অভ্যর্থনা, আপ্যায়ন , ম্যাগাজিন প্রকাশনা,কথাবার্তা, আচরন সহ অন্যান্য দিকে। দয়াকরে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন এবং আমরা চেস্টা করব ভবিষ্যতে আরও ক্রুটিমুক্ত রাখার।

আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ও সহযোগিতা ব্যাতিত এ অনুস্টান সম্পন্ন করা কোনভাবেই সম্ভব হত না।তাই আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশাকরি সবাই অনুস্টানটি উপভোগ করেছেন এবং স্মৃতিতে পাতায় থাকবে আজীবন।

সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভাল থাকুন।

গতকালকের ঐতিহ্যবাহী “হাজী রাশীদ আলী হাই স্কুলের” ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি। দয়াকরে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ম্যাগাজিনটি দেখার জন্য।

Please visit our website:
www.gkbdtuk.com

Please visit our website:
www.gkbdtuk.com

Latest News

Scroll to Top